ভোররাত্রে ভয়াবহ আগুন : উৎসবের প্রাক্কালে ভস্মীভূত একাধিক ব‍্যবসায়ীক প্রতিষ্ঠান

19th October 2020 7:17 am অনান‍্য
ভোররাত্রে ভয়াবহ আগুন : উৎসবের প্রাক্কালে ভস্মীভূত একাধিক ব‍্যবসায়ীক প্রতিষ্ঠান


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : আসন্ন  দুুর্গাপূজার প্রাক্কালে  কাকভোরে ত্রিপুরার ঊনকোটি জেলার পেচারথল বাজারে ভয়াবহ অগ্নিকান্ড।  প্রায় ষোলটি দোকান সহ তিনটি বসতবাড়ি আগুনের লেলিহান শিখা সম্পূর্ণ  গ্রাস করে নেয়। খবর পেয়ে পেচারথল ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত দেয় । কিন্ত আগুনের তীব্রতা দেখে পানিসাগর ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। দুটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে । প্রায় কোটি টাকার সম্পদ গ্রাস করে ফেলে আগুনের লেলিহান শিখা । বর্তমান করোনা আতঙ্কের পরিস্থিতিতে বাঙ্গালীদের মহাপার্বন দূর্গা পূজার প্রাক্কালে দোকানিরা নুতন নুতন পসরা সাজিয়ে বসেছিলেন । এলাকার প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যে জানা যায়  আনুমানিক ভোর তিনটা নাগাদ আগুন লাগে । তবে কিসের থেকে এই আগুনের সুএপাত তা এখনো পরিস্কার হয়নি। কেউ বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আবার কেউ  বলছেন নাশকতা মূলক । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বিধায়িকা তথা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের  মন্ত্রী শান্তনা চাকমা । আসেন  কুমারঘাট থেকে সাব ডিভিশনাল অফিসার,ঊনকোটি জেলার ডি,এম।মহকুমা প্রশাসনের পক্ষথেকে ক্ষতিগ্রস্ত ব‍্যবসায়ী  এবং তিনটি পরিবারকে সরকারি সহায়তা করার আশ্বাস প্রদান করা হয়। যদিও মন্ত্রী শান্তনা চাকমার ব্যাক্তিগত উদ্যোগে এদের মধ্য থেকে দুটি অতি অসহায় পরিবারকে নগদে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা করেন । মন্ত্রী দুর্গা পূজার প্রাক্কালে নিজেদের একমাএ সহায় সম্বল হারিয়ে যাওয়া দোকানিদের মনোবল না হারিয়ে পুনরায় যার যার দোকান খোলার আহবান জানান। এই আকস্মিক অগ্নিকাণ্ডে গোটা পেচারথল এলাকায় আতঙ্কের পরিবেশ । 





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।